র্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলোদিয়া ইউনিয়নের মণিপাড়া, গোয়ালিমান্দ্রা এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদক মজুদ করে রেখেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের উক্ত আভিযানিক দল অদ্য ২৮ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় উল্লেখিত এলাকার উক্ত বাড়ীতে একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩১,২০,০০০/- (একত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যমানের ১০৩ (একশত তিন) কেজি গাঁজা ও ১০ (দশ) বোতল ফেনসিডিলসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। বিল্লাল মিয়া (২৮), পিতা-সামাদ মিয়া, সাং-সাতমড়িয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ ও ২। মোঃ সজিব সরদার (২২), পিতা-মোঃ ওহিদুল ইসলাম, সাং-গুচ্ছ গ্রাম, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে উল্লেখিত বাড়ীতে মজুদ করে রাখত। পরবর্তীতে তাদের সুবিধামত মুন্সিগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।