গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৪
গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ২৩.১০.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌঃ মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান এর নেতৃত্বে গাইবান্ধা জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌঃ মোঃ তাওহিদ-আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম)।

উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠান এর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে:
১। আল রুমান হোটেল এন্ড রেস্টুরেন্ট, গৃধারীপুর, পলাশবাড়ী, গাইবান্ধা। পণ্য: দই, মিষ্টি।
২। চারুশশী অয়েল মিল, বিসিক, গাইবান্ধা। পণ্য: সরিষার তেল।
৩। গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার, ডিবি রোড, সদর, গাইবান্ধা।
৪। গাইবান্ধা দই ঘর, বালাসী রোড, সদর, গাইবান্ধা। পণ্য: দই, মিষ্টি
৫। মা মিষ্টান্ন ভান্ডার, ডিবি রোড, সদর, গাইবান্ধা। পণ্য: দই মিষ্টি
৬। গাইবান্ধা রসমালাই, ডিবি রোড, সদর, গাইবান্ধা। পণ্য: দই, মিষ্টি।
৭। ইসলাম ফ্লাওয়ার মিল, ডি বি রোড, সদর গাইবান্ধা। পণ্য: ময়দা, ভূষি।
৮। আবুল অটো ফ্লাওয়ার মিল, তরফকল, সদর, গাইবান্ধা। পণ্য: ময়দা, ভূষি।
৯। আকি মুড়ি, তরফকল, সদর, গাইবান্ধা।
১০। মিল্টন বেকারি, পার্ক মোর, সদর, গাইবান্ধা। পণ্য: বিস্কুট, ব্রেড।
১২। রমেশ সুইটস, আবদুল হামিদ সড়ক, সদর, গাইবান্ধা। পণ্য: দই, মিষ্টি।
১৩। রাজা পেপার এন্ড বোড মিলস লিমিটেড, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে
১। পল্লী ফুড এন্ড সুইটস, বিসিক, গাইবান্ধা। পণ্য: বিস্কুট, ব্রেড।
২। এস ডি আর এস কঞ্জুমার প্রোডাক্টস, বিসিক, গাইবান্ধা। পণ্য: মসলা।
৩। সুপার টেস্টি ফুড এন্ড বেভারেজ, বিসিক, গাইবান্ধা। পণ্য: বিস্কুট, কেক।
৪। সুপার টেস্টি ফুড এন্ড বেভারেজ, নশরত, সদর গাইবান্ধা। পণ্য: বিস্কুট, কেক।
৫। মন্ডল ফ্লাওয়ার মিল ইউনিট- ২, বিসিক, গাইবান্ধা। পণ্য: আটা ময়দা।
৬। মন্ডল ফ্লাওয়ার মিল ইউনিট- ৩, বিসিক, গাইবান্ধা। পণ্য: আটা ময়দা।
৭। হেমেন্দ্র অয়েল মিল, বিসিক, গাইবান্ধা। পণ্য: সরিষার তেল। 
৮। নিতাই গৌরাঙ্গ অয়েল মিল, বিসিক, গাইবান্ধা। পণ্য: সরিষার তেল।
৯। চৌধুরী অয়েল মিল, বিসিক, গাইবান্ধা। পণ্য: সরিষার তেল।
১০। মেসার্স ওহি জুট ফাইবার্স, বিসিক, গাইবান্ধা। পণ্য: পাটের ব্যাগ
১১। মন্ডল ফ্লাওয়ার মিল, ডিবি রোড, সদর, গাইবান্ধা। পণ্য: ময়দা ভূষি।
১২। ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি। নাকাইহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 
১৩। মামা ভাগনা অয়েল মিল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। পণ্য: সরিষার তেল।
১৪। আবাবিল অয়েল মিল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। পণ্য: সরিষার তেল।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।