অন্যায় অনিয়ম ও বৈষম্য আমি প্রশ্রয় দেবনা ভার্চুয়ালী মতবিনিময় সভায় ইআবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০২ অক্টোবর, ২০২৪
অন্যায় অনিয়ম ও বৈষম্য আমি প্রশ্রয় দেবনা ভার্চুয়ালী মতবিনিময় সভায় ইআবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম

ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষগণের সাথে ভার্চুয়ালী মতবিনিময় করেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। আজ বুধবার দুপুর ১২.০০ টায় বিশ^বিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে অধিভূক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষগণের সাথে মতবিনিময় করেন উপাচার্য। ভার্চুয়ালী মতবিনিময় সভার সঞ্চলনা করেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার  ড. মো. আবু হানিফা।


সভায় উপাচার্য বলেন, কোন অন্যায় অনিয়ম ও বৈষম্য আমি প্রশ্রয় দেবনা। দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলীয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আর্ন্তজাতিক মানের যোগ্য আলেম ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। তিনি অধ্যক্ষদের উদ্দেশ্যে বলেন আজকে আপনারা যা পরামর্শ ও অভিমত দিয়েছেন তা আমি মনযোগ সহকারে নোট করেছি। আগামীতে ও আপনারা আমাদের লিখিত পরামর্শ দিবেন আমরা আপনাদের সকল বিষয় গুরুত্ব সহকারে আমলে নিয়ে আমাদের সাধ্যের মধ্যে আলীয়া মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। ভার্চুয়ালী আলোচনা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রæত সুস্থতা এবং বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।