পলাশবাড়ীতে হার্ট-লিভার-লান্স আক্রান্ত গ্রাম পুলিশকে বাঁচাতে এগিয়ে আসুন 

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৪ জুলাই, ২০২৪
পলাশবাড়ীতে হার্ট-লিভার-লান্স আক্রান্ত গ্রাম পুলিশকে বাঁচাতে এগিয়ে আসুন 

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধি,

 মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা।


মানুষের উপকারে এগিয়ে আসার আনন্দই আলাদা। সবার সহযোগিতায় বঁাচতে চায় অসহায় গ্রাম পুলিশ আলামিন। এ সুন্দর ভূবনে কে-‘না চায় বাঁচতে । হার্ট-লিভার-লান্স আক্রান্তে জীবন- মরণ সন্ধিক্ষণে গ্রাম পুলিশ আলামিন বাঁচতে চায়। এজন্য মানবিক অর্থ সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। অর্থাভাবে সুষ্ঠু চিকিৎসার ব্যর্থতায় ধুঁকে-ধুঁকে মৃত্যুমুখে ধাবিত হচ্ছেন অসহায় দরিদ্র আলামিন। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে চোখে সরষেফুল দেখছে পরিবারটি। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক গ্রাম পুলিশ কাতুলী গ্রামের মৃত খবির উদ্দিন মন্ডল (দফাদার) ও আলেয়া বেগম দম্পতির ৩ ছেলে ৩ মেয়ের মধ্যে সবার ছোট আলামিন। সংসারে মা-মামা, স্ত্রী ও ২ মেয়ে রয়েছে তার। একমাত্র অবলম্বন গ্রাম পুলিশের চাকুরী ছাড়া তার এমন কোনো সম্পদ নেই যে বিক্রি করে চিকিৎসা ব্যয় মেটাবে। এমনকি মাথা গেঁাজার একচিলেত বসতভিটাও নেই পরিবারটির।মৃত বাবা'র জীবদ্দশায় ওই ইউনিয়নের করতোয়া বঁাধের কাতুলী গ্রামের (পুরাতন বোর্ডের ঘর) অংশে ভাঙাচোরা ঘরে তারা বসবাস করে আসছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলামিনের হার্ট-লিভার-লান্স আক্রান্তের খবরে পরিবারটি নাওয়া-খাওয়া ছেড়ে মুষড়ে পড়েছেন। রাজধানী ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের কনসুলেটেট প্রফেসর ডা. মীর নিসার উদ্দিন আহম্মেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এসময় নানা পরীক্ষা-নিরীক্ষায় সে হার্ট-লিভার-লান্স আক্রান্ত হয়েছে বলে চিকিৎসক  জানান। দু’মাসের মধ্যে দেশের বাইরে অপারেশন করাতে হবে। দ্রুত অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ্য করে তোলা সম্ভব বলে চিকিৎসক পরামর্শ দিয়েছেন। নচেৎ তার অবস্থা আরো সংকটাপন্ন হয়ে উঠবে। কমপক্ষে ৫/৬ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু নিরুপায়  হতদরিদ্র আলামিন পরিবারের আদৌ সে সঙ্গতি নেই। চিকিৎসা ব্যয় মেটাতে মানবিক আর্থিক সহায়তা অপরিহার্য।বয়োবৃদ্ধ 'মা'সহ তার পরিবার মহান সৃষ্টিকর্তার করুণাসহ মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থমন্ত্রী, এলাকার এমপি, দানশীল প্রবাসী,  জেলা-উপজেলা প্রশাসনসহ স্থানীয় ব্যাংক-বীমা, এনজিও ছাড়াও দেশ-বিদেশের বিত্তশালী দয়ালু ব্যক্তিবর্গের আর্থিক সহায়তা অথবা আলামিনের পুরোচিকিৎসার ব্যয়ভার মেটাতে মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-সঞ্চয়ী হিসাব নম্বর- ৫১১২০০২২২১০৬৮, সোনালী ব্যাংক লিঃ, পলাশবাড়ী শাখা অথবা-নগদ মোবাইল নম্বর-০১৭১৭-২১৭৭৯৯।