হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৬ জুন, ২০২৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু

ঢাকা, বুধবার, ২৬ জুন ২০২৪ খ্রি.

বিদেশ থেকে আগত দেশি বিদেশি পর্যটক, রেমিটেন্স যোদ্ধা এবং সাধারণ যাত্রীদের যাতায়াতের সমস্যা নিরসনের লক্ষ্যে বিমানবন্দর শাটল বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

 

মন্ত্রী আজ সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি’র উপস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ক্যানোপি-২, আগমনী হলের সামনে প্রাথমিকভাবে দুইটি শাটল বাসের শুভ উদ্বোধন করেন।

 

উল্লেখ্য, বিমানবন্দর শাটল বাস সার্ভিসের রুটগুলো হলো বিমানবন্দর টার্মিনাল-২ বিমানবন্দর গোলচত্বর উত্তরা জসীমউদ্দীন রোড বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর টার্মিনাল-৩ বিমানবন্দর গোলচত্বর বিমানবন্দর টার্মিনাল-২।

 

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান (বিবিপি, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডবিউসি, পিএসসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান মো: তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।