ঝিনাইদহে মসজিদের কমীটি গঠনকে কেন্দ্র করে তিন জনকে পিটিয়ে জখম, সদর হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ জুন, ২০২৪

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে মসজিদের কমীটি গঠনকে কেন্দ্র করে মসজিদের ভিতরে তিন জনকে পিটিয়ে জখম করেছে এক পক্ষ। এঘটনায় তিন জন সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ঝিনেদা সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের বোড়াই কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে ব্যাপক হামলা চালিয়েছে। ২১শে জুন ২০২৪ ইং তারিখ শুক্রবার জুম্মার নামাজের পর সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের বোড়াই কেন্দ্রীয় মসজিদের ভিতরই এঘটনা ঘটে। এতে অন্তত ৫জন গুরুতর জখম হয়েছেন। তিন জন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি। ভর্তি তিন জন বর্তমানে আশংখা মুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। জানাগেছে, শুক্রবার নামাজের পর  সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের বোড়াই কেন্দ্রীয় জামে মসজিদের কমীটি গঠন করতে মসজিদের ভিতরে বসে বোড়াই গ্রামের আরিফ গ্রুপের লোকজন লেখালেখি করতে থাকে। এসময় একই গ্রামের আরশাদ গ্রুপের লোকজন কমীটি থেকে বাদ পড়ায় ক্ষিপ্ত হয়ে আরিফ গ্রুপের উপর ঝাপিয়ে পড়ে উপর্যুপুরি বেধড়ক ভাবে পেটাতে থাকে। সেসময় আরিফ গ্রুপের তরিকুল, শরিফ, রাকিবুলসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তরিকুল, শরিফ ও রাকিবুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বাকিরা নিজ নিজ এলাকায় চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন ও এঘটনায় বোড়ায় গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে বলে সাংবাদিকদের জানায় এলাকাবাসি। এদিকে ঘটনার সত্যতা  স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সাহিন।