এন্টি টেররিজম ইউনিট কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ (এক) জন পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৯ জুন, ২০২৪
এন্টি টেররিজম ইউনিট কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ (এক) জন পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
১৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫.১০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার সদর থানাধীন
ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে বিজ্ঞ আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১,
ঢাকা এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ (এক) জন পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রুহুল কুদ্দস খাঁন @ কুদ্দস খাঁন @ গোলাম কুদ্দস
(৭৩), পিতা- মৃত এম ভি আসাদুজ্জামান, গ্রাম- পেরুলী, থানা- নড়াইল, জেলা- নড়াইল।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে
২০১৬ সালে আসামী মোঃ রুহুল কুদ্দস খাঁন @ কুদ্দস খাঁন @ গোলাম কুদ্দস (৭৩) এর
বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন, ১৯৭৩ এর ৩ ধারায় মামলা দায়ের করা হয়
(ওঈঞ-ইউ গরংপ. ঈধংব ঘড়. ০৫ ড়ভ ২০১৬, কমপ্লেইন্ট রেজিঃ ক্রমিক নং-৬৩, তাং- ২১/০৩/২০১৬ইং,
ওঈঞইউ ঈঅঝঊ ঘড়-১২/২০১৭)। বিজ্ঞ আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১, ঢাকা ২০১৭ সালের
২৩ নভেম্বর আসামীর অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলা
হওয়ার পর থেকেই আসামী মোঃ রুহুল কুদ্দস খাঁন @ কুদ্দস খাঁন @ গোলাম কুদ্দস (৭৩)
আত্নগোপনে ছিলেন। এন্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘ ০৮
(আট) বছর যাবৎ পলাতক থাকা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ রুহুল কুদ্দস খাঁন @
কুদ্দস খাঁন @ গোলাম কুদ্দস (৭৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।