সোনাইমুড়ীতে দি মেডিকেয়ার ইউনাইটেড হাসপাতালের উদ্ভোধন 

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২০ মে, ২০২৪
সোনাইমুড়ীতে দি মেডিকেয়ার ইউনাইটেড হাসপাতালের উদ্ভোধন 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি ঃ সোনাইমুড়ীর বাইপাস চত্বরে সারিহা টাওয়ারের অবস্থিত দি মেডিকেয়ার ইউনাইটেড (প্রাঃ) হাসপাতালের উদ্ভোধন করা হয়।  

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নূরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের।  

হাসপাতালের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও পরিচালক খোরশেদ আলমের সঞ্চালনায়  বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সোনাইমুড়ী উপজেলার সভাপতি মাস্টার মোঃ মিজানুর রহমান কামাল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ হানিফ, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ রিফাত উদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ নাজমিন নাহার, পরিচালক মিনহাজ উদ্দিন, সালাহ উদ্দিন, জামাল ভূঁইয়া, আলমগীর হোসেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, কাউন্সিলর তাজুল ইসলাম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সারিহা টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ সোহেল ভূঁইয়াসহ হাসপাতালের পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।