এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল পটুয়াখালী
জেলার দুমকি থানার অধিযাচন পত্রের ভিত্তিতে নিজস্ব নজরদারী ও গোয়েন্দা
তথ্যের সহায়তায় অভিযান পরিচালনা করে ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি. রাত ২১.০৫
ঘটিকার সময় ঢাকা জেলার কদমতলী থানাধীন এলাকা থেকে প্রতারণার
অভিযোগে সাজা পরোয়ানাভুক্ত ০১ (এক) জন পলাতক আসামীকে গ্রেফতার
করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম- সৈয়দ রেজাউল করিম (৪২), পিতা- মৃত
সৈয়দ মোতাহার উদ্দিন মাস্টার, গ্রাম- জলিশ, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী।
গ্রেফতারকৃত সৈয়দ রেজাউল করিম এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিভিন্ন
লোকের নিকট হতে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায়
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৪২০ ধারায় ০৪ বছর সশ্রম
কারাদণ্ড ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম
কারাদণ্ড সাজা প্রদান করেন। আসামী সৈয়দ রেজাউল করিম দীর্ঘদিন যাবৎ
সিরাজগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।