logo

সময়: ০৩:৩২, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

গোলাপি হীরার দাম উঠলো ৫৭.৭ মিলিয়ন ডলার

Ekattor Shadhinota
০৮ অক্টোবর, ২০২২ | সময়ঃ ০২:১৫
photo
ফাইল ছবি

ফিচার   :-৫৭.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে একটি বিরল গোলাপি রঙের হীরা। ক্যারেট প্রতি এতে বেশি দাম উঠায় রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সোথবাই। রত্ন নিলামের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দামে বিক্রি হয়েছে হীরাটি।
শুক্রবার ১১.১৫-ক্যারেটের উইলিয়ামসন পিঙ্ক স্টার নামে পরিচিত হীরাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্যক্তি কিনেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছিল, হীরাটির ২১ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে। শেষ পর্যন্ত নিলামে দ্বিগুণের বেশি দাম উঠেছে।  
দামি রত্নের মধ্যে গোলাপি হীরা খুবই বিরল। এর আগে ২০১৭ সালে গোলাপি একটি হীরা বিক্রি হয়েছিল ৭১.২ মিলিয়ন ডলারে। নিলামে বিশ্ব রেকর্ড গড়া গোলাপি হীরাটি পরিচিত ছিল সিটিএফ পিঙ্ক স্টার নামে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…