logo

সময়: ০২:০৪, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ০২:০৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাষ্ট্রের উন্নয়নে যোগ্য সবারই কর দেওয়া উচিত: অর্থমন্ত্রী

Ekattor Shadhinota
২৪ নভেম্বর, ২০২১ | সময়ঃ ০৯:১৮
photo
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:  -রাষ্ট্রের উন্নয়নে কিছু করার দায়বদ্ধতা থেকেই যোগ্য সবাইকে কর দেওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘ব্যবসা করে অর্থ উপার্জন করা অপরাধ নয়। কিন্তু আমাদের সবারই দায়বদ্ধতা আছে। ’
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে ২০২০-২১ করবর্ষে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আয়োজন করে।
 অর্থমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃত্তি অর্জিত হয়েছে। বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে। অর্থনীতির সকল মানদণ্ডে করোনার মধ্যেও সবার ওপরে বাংলাদেশ। ’
উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী উল্লেখ করেন, ২০০৫-২০০৬ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল মাত্র ৭ হাজার কোটি টাকা। বর্তমানে তা ১২ গুণ বেড়ে দাঁড়িয়ে হয়েছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় ছিল ৩৪ হাজার কোটি টাকা। বর্তমানে সাড়ে সাত গুণ বেড়ে অঙ্কটা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা।
আ হ ম মুস্তফা কামালের মতে, ‘এটি একটি অসাধারণ অর্জন। দেশে কর ও রাজস্ব আদায় বাড়ছে।’
অনুষ্ঠানে ১৪১ জন সেরা করদাতার হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অর্থমন্ত্রী।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…