চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে ভেনচুরাস লিমিটেডের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) ২০২৫ খ্রিঃ চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। চুয়েটের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ভেনচুরাস লিমিটেডের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ভেনচুরাস লিমিটেড এর ফাউন্ডার এবং সিইও ইউরিকো ইউয়েদা (Yoriko Ueda)। এসময় চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এবং ভেনচুরাস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ভেনচুরাস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) জনাব মোঃ রেদোয়ানুল ইসলাম রাহাত।
এই চুক্তির মাধ্যমে চুয়েট শিক্ষার্থীদের বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পথ উন্মুক্ত হবে। চুক্তির মূল উদ্দেশ্য হলো চুয়েট শিক্ষার্থীদের জন্য জাপানে চাকরির সুযোগ সৃষ্টি করা, জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা। এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
প্রেরিত ছবির ক্যাপশন:
ছবি-০১ঃ চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় ও অন্যান্য অতিথিবৃন্দ।