সংবাদদাতাঃ
সুনামগঞ্জ এর শাল্লা উপজেলার গ্রাম শাল্লা গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীর দিনের পর দিন বিলিন হয়ে যাচ্ছে। উজান থেকে আসা কুশিয়ারা নদীর শাখা কালনী নদীর অবস্থা দেখে অবাক হতে হয়। সরেজমিনে গ্রাম শাল্লা গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর পাড়ে গিয়ে দেখা গেল নদী ভাঙনের চিত্র!নদীর ভাঙনে নদীর পাড় বিলিন হওয়ার পথে। পাড়ে দাড়ালে নদীর পাড় ভাঙনের চিত্র! দেখা যায়। নদীর পাড় ভাঙনের ফলে অনেক জমি জায়গা নদীর গর্ভে চলে গেছে। এভাবে দিনের পর দিন নদীর পাড় ভাঙলে গ্রাম শাল্লার অনেক পরিবার চরম ক্ষতিগ্রস্হ্য হয়ে পড়বে। তাই গ্রাম শাল্লা গ্রামের লোকজনের দাবি নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ব্লক দেয়া হোক। যাতে নদী ভাঙনের কবল থেকে নদীর পাড় সহ গ্রামের ঘরবাড়ি সংরক্ষণ হয়। এ বিষয়ে সরকারি উর্ধতন কর্মকর্তদের সুদৃষ্টি কামনা করছেন তারা।