কুবিতে গুচ্ছ পদ্ধতির `সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন  

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২০ আগস্ট, ২০২২
কুবিতে গুচ্ছ পদ্ধতির `সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিগুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মানশ্রেণির `সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

আজ শনিবার (২০ আগস্টদুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়।  কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  কেন্দ্র গুলো হলঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসক্যান্টনমেন্ট কলেজ এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।  মোট পরীক্ষার্থী ছিল  হাজার ৫৭ জন।

 

পরীক্ষা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক  এফ এম আবদুল মঈন বলেনআজকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  পরীক্ষা চলাকালীন সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ঘুরে দেখেছি।  কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ ভাল ছিল।  কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরীক্ষা গ্রহণ  জালিয়াতি প্রতিরোধে আমরা সতর্ক ছিলাম। প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা ছিল। ম্যাজিস্ট্রেট  পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি  রোভার স্কাউটস সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিল বলেই `সি-ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীপ্রক্টরিয়াল বডিকর্মকর্তা-কর্মচারীআইন-শৃঙ্খলা বাহিনীবিএনসিসিরোভার স্কাউটসাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

 

উল্লেখ্যআজ `সি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।