লঞ্চে আগুন: ঝালকাঠী যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২১
লঞ্চে আগুন: ঝালকাঠী যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব  প্রতিনিধি:- লঞ্চে আগুন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঝালকাঠীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি দুপুরের মধ্যে সেখানে পৌঁছাবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।  
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে আগুন লাগে।  
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা পর্যন্ত ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  
লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
নৌপরিবহন সচিবের শোক প্রকাশ
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন।