টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১
ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৬ নভেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে ইয়াসির আলি রাব্বির। স্বাগতিকদের একাদশে একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে এই ব্যাটারের। পাকিস্তানের পক্ষেও অভিষেক হচ্ছে আব্দুল্লাহ শফিকের।
ইনজুরির কারণে বাংলাদেশ একাদশে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নেই সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে, সাদা পোষাকে অনেকটা তরুণ দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। সিনিয়রদের মধ্যে একাদশে খেলছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।