দেশেই করোনার টিকা তৈরির পরিকল্পনা’

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৮ মার্চ, ২০২১
ফাইল ছবি

নিজস্ব  প্রতিনিধি:  -দেশেই করোনা ভাইরাসের টিকা তৈরীর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী টিকা তৈরীর বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার, বিএসএমএমইউতে ‘করোনার এক বছরে বাংলাদেশ; সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান।  
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অনেক বড় বড়  কোম্পানি আছে যারা এই টিকা তৈরি করতে পারে। তবে, এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাব তৈরি করতে হবে। করোনা ভাইরাস থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ডোজ  টিকা দেয়ার আগে এর কার্যকারিতা নিয়ে গবেষণা করার তাগিদ দেন।