সোনাইমুড়িতে জাহানারা হাসপাতালে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৭ মার্চ, ২০২১
সোনাইমুড়িতে জাহানারা হাসপাতালে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে জাহানারা হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ডা. সালমা এপসিপিএস ডিগ্রী না থাকলেও পরিচয় দিয়ে প্রতারণা, ভুল চিকিৎসা, রোগীদের সাথে দুর্বব্যহার ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে নোয়াখালী জেলা সিভিল সার্জন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।  
তদন্ত কমিটিকে আগামী বুধবারের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মোস্তাক আহমেদ প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
উল্লেখ্য, হসপিটালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পরিচালক সালমা আক্তার দীর্ঘদিন ধরে এফসিপিএস পাশ নয়, তবুও নিজস্ব প্যাডে, চটকদার ভিজিটিং কার্ডে ও বিভিন্ন প্রচারপত্রের লিফলেটে এফসিপিএস পাশ লিখে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। এ ছাড়া ভূল চিকিৎসা দেয়া, ইচ্ছে মতো ফী আদায়, রোগীদের সাথে দুর্ব্যবহার, অনঅভিজ্ঞ ডাক্তার, নার্স দিয়ে চিকিৎসা দেয়া ও সিজার বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে।  
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।