এনসিপির কৃষি সেলের প্রধান কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৫
এনসিপির কৃষি সেলের প্রধান কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষি সেল সম্পাদক হিসেবে কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

গোলাম মর্তুজা সেলিম এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং দল থেকে ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী।

 

সিলেটে জুলাই গণ‌অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সেলিম। জুলাই গণ‌অভ্যুত্থানের পর নাগরিক প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কৃষি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এনসিপির কৃষিবিদ উইংয়ের প্রস্তত কমিটির প্রধান সমন্বয়ক হিসেবেও রয়েছেন।

 

রাজনীতি ছাড়াও গোলাম মর্তুজা সেলিম সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।