*গত ০৬/০৮/২০২৪ তারিখ রাত আনুমানিক ০৩.০০ ঘটিকার* সময় দিকে লিবিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিক সাইদ হাসান ঝন্টুকে স্থানীয় দালাল চক্র অপহরণ করে। অপহরণকারীরা ভিকটিমের *পরিবারের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ* দাবি করে এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ভিডিও কল পরিবারের কাছে পাঠিয়ে চাপ সৃষ্টি করে।
এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ভিকটিমের ভাই আদালতে একটি পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা নং- ০৬, তারিখ- ০৩/০৯/২০২৪ খ্রি., ধারা- ৭/৮/৯/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষে তথ্য-প্রযুক্তির ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
*অদ্য ০৩/১২/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায়* উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৬ এর সহযোগীতায় *গোপালগঞ্জ সদর থানার কালীবাড়ী রোড এলাকায়* অভিযান পরিচালনা করে উল্লেখিত মানব পাচার মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি *মো: আলমগীর মিনা (৪৫),* পিতা- মো: ওমর আলী, সাং- চন্দ্র দিঘলিয়া মোল্লা পাড়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।