মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ওয়াসা ভবনের সামনে
অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় রাজশাহী মহানগরীর
বোয়ালিয়া থানার উপশহর এলাকায় ওয়াসা কর্মচারী ইউনিয়নের
উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শফিকুল আলম, সভাপতি, রাজশাহী
ওয়াসা কর্মচারী ইউনিয়ন, মো. ইকবাল হোসেন, সাধারণ
সম্পাদক, আসলাম হোসেন সরকার, সহ-সভাপতি, আল আমিন
কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জনি, সাংগঠনিক সম্পাদক
এ ছাড়া ওয়াসার অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত বহু কর্মচারী এতে
অংশ নেন।
বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় বহু কর্মচারী ১৫/২০ বছর ধরে অস্থায়ী
ভিত্তিতে কাজ করলেও তাদের জীবনে স্থায়ীত্ব বা আর্থসামাজিক
উন্নতি আসেনি। রাষ্ট্রের অন্যান্য খাতে উন্নয়ন হলেও ওয়াসার এ
কর্মীরা ন্যায্য শ্রমমূল্য থেকে বঞ্চিত।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাকরি স্থায়ীকরণের দাবিতে
প্রয়োজন হলে পানি সরবরাহ বন্ধ-সহ কঠোর কর্মসূচি ঘোষণা
করা হবে।
মানববন্ধন শেষে ওয়াসা ভবনের আশপাশে একটি ছোট র্যালি বের
করা হয়। এ সময় কর্মচারীরা স্লোগান দেনÑ দুনিয়ার মজদুর এক
হও, লড়াই করো, চাকরি নিয়ে টালবাহানা চলবে না, চলবে না।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত
সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এর আগে গত ২৩ নভেম্বর কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসকের
কাছে তাদের দাবির বিষয়ে স্মারকলিপি জমা দিয়েছে। নেতৃবৃন্দ
জানিয়েছেন,আগামী ৭ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দাবি
বাস্তবায়ন না হলে পুনরায় মানববন্ধন ও আরও কঠোর কর্মসূচি
দেওয়া হবে।
রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ দাবিতে আন্দোলন
ক্রমেই জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।