*রাজধানীর জুরাইনে চাঞ্চল্যকর মাদক চোরাকারবারীদের বিরোধের জেরে আগ্নেয়াস্ত্রের গুলিতে গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় একজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫
*রাজধানীর জুরাইনে চাঞ্চল্যকর মাদক চোরাকারবারীদের বিরোধের জেরে আগ্নেয়াস্ত্রের গুলিতে গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় একজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*


  রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনস্থ ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মোড় এলাকায় গত ২২/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬:৪০ ঘটিকায় একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ শাহীন বেপারী (২৭) এর সাথে স্থানীয় সন্ত্রাসী চানু-জহির গ্রুপের মাদকের পূর্ব বিরোধের জেরে উক্ত গ্রুপের সদস্যরা তাকে লক্ষ্য করে সংগঠিতভাবে হামলা চালায়।

  ভুক্তভোগী আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে আটক করে। এসময় আসামি চান মিয়া প্রকাশ চানু (৩৯) তার হাতে থাকা পিস্তল দিয়ে ভুক্তভোগীর মাথায় লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় শাহীন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে চান মিয়া প্রকাশ চানু এবং মোঃ জহির-কে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। অন্যান্য আসামিরা পালিয়ে যায়।

  স্থানীয় লোকজন গুরুতর আহত শাহীনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, যেখানে তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি দা এবং একটি তলোয়ার জব্দ করে।

  ঘটনাটির পর ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায় মামলা নং- ৩২, তারিখ- ২৩/১১/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ২৩/১১/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫:১৫ ঘটিকার সময় রাজধানীর কদমতলী থানাধীন চেয়ারম্যান বাড়ী এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় আসামি মো: ইব্রাহীম হোসেন (৩৫), পিতা- মো: মিজানুর রহমান, সাং- কুসুমদি, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

  গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।