মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা থানার খায়েরহাট
এলাকায় পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত বিদেশি
পিস্তল, পাইপগান ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা করেছে র্যাব।
শনিবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় র্যাব-৫, একটি আভিযানিক
দল এ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান
শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া
ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গত (২৭ অক্টোবর) পদ্মার চরাঞ্চলে চরের জমি-বাথান দখল ও
বালুমহল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে
সংঘর্ষ হয়। দীর্ঘ সময় গোলাগুলির ওই ঘটনায় ঘটনাস্থলে একজন এবং
হাসপাতালে একজন মারা যান। পরবর্তীতে নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার
করা হয়।
রক্তক্ষয়ী এই সংঘর্ষ দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর পুলিশসহ অন্যান্য
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং
সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
তদন্তের ধারাবাহিকতায় র্যাব জানতে পারেÑচরাঞ্চলে মনতাজ-কাকন
বাহিনীসহ অন্যান্য ডাকাত দলের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
রয়েছে। এ তথ্যের ভিত্তিতে এলাকা জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
শনিবার রাতে র্যাব-৫-এর আভিযানিক দল অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,
পাইপগান ও ওয়ান শুটারগান উদ্ধার করে।
এর আগে ৯ নভেম্বর পুলিশের পরিচালিত ‘অপারেশন ফার্স্ট লাইট’ অভিযানে
ওই চরাঞ্চল থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা
হয়। সেই ধারাবাহিকতায় র্যাব নতুন করে এ অভিযান পরিচালনা করে আরও
অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত রবিবার অস্ত্র বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব ।