রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী রিমেল গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী রিমেল গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল
পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ রিমেল ইসলাম (২৯) নামে এক
যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর কাটাখালী
থানার চৌমহুনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ
সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার রিমেল ইসলাম, সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর
পশ্চিমপাড়া এলাকার মোঃ আবু সামার ছেলে।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের
মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর কাটাখালী থানার চৌমহুনী বাজার এলাকায়
মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট বহনকালে তাকে সংকেত
দিয়ে থামায় পুলিশ। পরে তাকে সন্দেহ হলে রিমেলের শরীর
তল্লাশিকালে তার প্যান্টের পকেটে একটি জিপার ব্যাগে রাখা ১০০
পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত
মোটরসাইকেলটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে রিমেল স্বীকার করেছে, সে বিক্রির উদ্দেশ্যে
ইয়াবাগুলো বহন করে নিয়ে যাচ্ছিলো।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে কাটাখালী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ জেলহাজতের মাধ্য জেল হাজতে
প্রেরণ করেছে পুলিশ।