আমাদের মেধা স্বত্বকে সুরক্ষা করার প্রচেষ্টা থাকতে হবেঃ ইউজিসি সদস্য

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫
আমাদের মেধা স্বত্বকে সুরক্ষা করার প্রচেষ্টা থাকতে হবেঃ ইউজিসি সদস্য

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাননীয় সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেছেন, আমাদের যে মেধা ও প্রজ্ঞা তা আমাদের রক্ষা করতে হবে। আমাদের নিজেদের মেধা স্বত্বকে সুরক্ষা করার প্রচেষ্টা থাকতে হবে। নয়তো সেই মেধার ফসল অন্য কেউ নিজের বলে চালিয়ে দিবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে চাই, সেখানে মেধা স্বত্ব রক্ষা করা খুব প্রয়োজনীয় হতে পারে। এ বিষয়ে গবেষকদের সচেতন থাকতে হবে।


চট্টগ্রাম প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ বিকালে একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে "ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এন্ড কপিরাইট" শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। কর্মশালায় অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, ইউজিসি এর স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার এবং অতিরিক্ত পরিচালক জনাব আকরাম আলী খান। এতে কী-নোট স্পীকার ছিলেন ইউজিসি এর স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের উপ-পরিচালক জনাব মোহাম্মদ মনির উল্লাহ। চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।