মতিহারে পলাতক আসামি রাজিব ট্যাপেন্টাডলন-ট্যাবলেট-সহ গ্রেফতার 

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫
মতিহারে পলাতক আসামি রাজিব ট্যাপেন্টাডলন-ট্যাবলেট-সহ গ্রেফতার 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ রাজিব (২১), নামে এক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর মতিহার থানাধীন চর সাতবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মতিহার থানার এসআই আজিজুল, সেকেন্ড অফিসার এসআই মতিন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার রাজিব আলী ওই এলাকার মৃত মোয়াজ্জেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক।

তিনি জানান, গ্রেফতার রাজিব আলীর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে বিজ্ঞ 

আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

রাজিব আলীর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা ছিল বলেও জানান ওসি