রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:
১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে প্রথমিক শিক্ষকদের মানব বন্ধন বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ রবিবার ৯ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে পার্বতীপুর উপজেলা পরিষদ চক্করে সকল প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকগন ''পার্বতীপুরে উপজেলা প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ'' ব্যানারে ১০ম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মানব বন্ধন বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষকগনের মধ্যে মোশারফ হোসেন নুরুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজাউল ইসলাম দীপশিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রফিকুল ইসলাম খলিলপুর ছাউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী মুজাহিদুল ইসলাম পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মমিনুল ইসলাম ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাব্বির ইসলাম খোরাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসরুফ উত্তর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীপ্তি রানী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নার্গিস সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়, বিউটি বিশ্বাস রাজাবাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদেকুল ইসলাম দেগলাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাজমুল তাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরও উপস্থিত ছিলেন অত্র উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন। দাবি বাস্তবায়নে বিলম্ব হওয়ায় শিক্ষক নেতারা বলেন, “আমরা ন্যায্য প্রাপ্য চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ”