ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন রমাকান্ত নন্দী লেন ৬ষ্ঠ তলা ভবনের অনিক সাহা (২৪)’এর বাসা হতে চুরি যাওয়া মামলার আসামি শ্রী উত্তম কুমার (২৮)’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ২৩/০৯/২০২৫ তারিখ হতে ২৪/০৯/২০২৫ তারিখে অনিক সাহা (২৪)’এর গাড়ী চালক শ্রী উত্তম কুমার (২৮) বাসা বাড়া দিবে বলে আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেক্ট্রনিক্স ও জামা-কাপড় যার আনুমানিক মূল্য ৫০,০৪,০০০/- (পঞ্চাশ লক্ষ চার হাজার) টাকা সরিয়ে ফেলে। এ ঘটনায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানার মামলা নং- ০৩, তারিখ- ০২/০১/২০২৫ খ্রি., ধারা- ৩৮১ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অদ্য ০৯/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি শ্রী উত্তম কুমার (২৮), পিতা- শ্রী নিবারন, সাং- বেঙ্গার পাড়া , থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।