ঢাকার কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।  

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫
ঢাকার কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০।  

 অদ্য ০৯/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৫:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান করে সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় মোঃ আবুল কালাম আজাদ (৪২), এর ৩য় তলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন উদ্ধার করেন। পেশদার অস্ত্র ব্যবসায়ীগণ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘটনা স্থল হতে কৈশলে পালিয়ে যায় । তাদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর আভিযানিক দল তৎপর রয়েছে।

 উদ্ধারকৃত অস্ত্র তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

  র‌্যাব-১০ সব সময়ই সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান তারই একটি অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।