রাজশাহীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার: রহস্য উদঘাটনে পুলিশ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৫
রাজশাহীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার: রহস্য উদঘাটনে পুলিশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:  রাজশাহী মহানগরীর নারিকেল বাড়িয়া এলাকায় একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে, চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত লিটন আলী পবা উপজেলার খড়খড়ি গ্রামের বাসিন্দা। সকালে পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।  

 জানতে চাইলে মহানগরীর  চন্দ্রীমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মেহেদি মাসুদ জানান, নিহতের লাশ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন বলা সম্ভব হবে।  

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি), মামলা রুজু করা হয়েছে।

এদিকে স্থানীয়দের ধারণা, এটি একটি দুর্ঘটনা হতে পারে, অথবা এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।