নোবিপ্রবিতে কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৫
নোবিপ্রবিতে কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আবদুল বাসেদ নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট রুল্স (পিপিআর) এবং অফিস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও প্রোডাক্টিভিটি কন্সালটেন্সি বিভাগের প্রধান মোহা. আমিনুল ইসলাম।

 

এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আসায় এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।   বিশ্ববিদ্যালয়ের যে কোনো কাজ সুচারুরূপে সম্পাদনের ক্ষেত্রে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দাপ্তরিক যে কোনো ক্রয় প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বরাদ্দকৃত অর্থ যেনো সঠিকভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা আপনাদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে পিপিআর এবং অফিস ম্যানেজমেন্টের বিধিবিধানগুলো সম্পর্কে সবারই জনা উচিত। কর্মক্ষেত্রে শিষ্টাচার এবং কর্মদক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দপ্তর পরিচালনায় আপনাদের সর্বোচ্চ কর্মদক্ষতার পরিচয় দিতে হবে।

 

উপাচার্য আরও বলেন, যে জায়গাগুলোতে সীমাবদ্ধতা রয়েছে সেখানে উন্নতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। র‌্যাঙ্কিংয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে যে যার অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। জুলাই বিপ্লবের চেতনা আমাদের সে শিক্ষাই দেয়। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকিউরমেন্ট বিধিবিধান সম্পর্কে ধারণা অর্জন করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে কার্যাবলি সম্পন্ন করবেন।

 

রিসোর্স পারসন মোহা. আমিনুল ইসলাম বলেন, পাবলিক প্রকিউরমেন্ট রুল্স এর বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন ব্যতীত সরকারি ক্রয়প্রক্রিয়া সুচা

রুরূপে সম্পাদন করা সম্ভব নয়। কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ সংক্রান্ত আইনের বিধিবিধান সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে সবাইকে সমান সুযোগ প্রদানের মাধ্যমে আইনের বিধান মেনে অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

 

প্রশিক্ষণে কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।