অভিনব কায়দায় পাচারকালে রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৫
অভিনব কায়দায় পাচারকালে রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : পিকআপের স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পরিবহনকালে ২জন মাদক কারবারিকে রাজশাহী পুঠিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদক বহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ৩৮.২ কেজি গাঁজা।

গ্রেফতারকৃতরা হলো : চালক  শেখ মোঃ ফয়সাল মিয়া (২৬), সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার জেডা গ্রামের আবু আলীর ছেলে ও হেলপার মোঃ আলম (২৫), সে একই জেলার খন্দকার নয়নপুর গ্রামের বি-বাড়িয়া সদর থানার  মোঃ আব্দুল আলীর ছেলে।  

বৃহস্পতিবার সকাল দশটায় র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫,   এর একটি আভিযানিক দল জানতে পারে, কতিপয় মাদক কারবারি মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র‌্যাবের একটি আভিযানিক দল পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে ২জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় পিকআপ তল্লাশী করে পিকআপের ভিতরে চালকের সীটের নিচে অভিনয় কায়দায় লুকানো অবস্থায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগেও তারা পিকআপ যোগে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয়  করে আসছিল।

এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এদিন সকাল ১টায় মাদক কারবারীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।