মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: ইউসুফ ফরাজী (৩৩)’কে নরসিংদীর বাসাইল হতে গ্রেফতার করেছে র‌্যাব।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫
মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: ইউসুফ ফরাজী (৩৩)’কে নরসিংদীর বাসাইল হতে গ্রেফতার করেছে র‌্যাব।

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইউসুফ ফরাজী (৩৩)’কে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকা থেকে গ্রেফতার করেছে।

  গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৮/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় র‌্যাব-১০ এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার মামলা নং- ১৮(২)২০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: ইউসুফ ফরাজী (৩৩), পিতা- মৃত আহাম্মেদ আলী, সাং- পুরাতন বাউশিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।