জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত ৪(চার) তলা ভবনের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৫
জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত ৪(চার) তলা ভবনের শুভ উদ্বোধন

মোঃ জহুরুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৭ অক্টোবর ২০২৫ ইং
জয়পুরহাট সদর উপজেলায় জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত
চারতলা একাডেমী ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৭ অক্টোবর বেলা
১২টায় এ ভবন উদ্ভোধন করেন জনাব মোঃ আব্দুর রউব সহকারি কমিশনার
(জেএম শাখা) জেলা প্রশাসক কার্যালয় জয়পুরহাট।
জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ (তিন) কোটি টাকা ব্যয়ে ভবনটির
নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব
মোঃ আব্দুর রউব সহকারি কমিশনার জেএম শাখা) জেলা প্রশাসক কার্যালয়
জয়পুরহাট। সভাপতিত্ব করেন জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আবুল কাশেম ফজলুল হক। উপস্থাপনা করেন জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের
সহকারি-প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন।
জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৯৮৬ইং সালে। সকল শিক্ষক-
শিক্ষিকা ও শিক্ষার্থী এবং কর্মচারীগণের উপস্থিতিতে ফিতা কেটে
মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানে পাঠদান করা হয় ষষ্ঠ
শ্রেণি থেকে দশম শ্রেণি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে নবম-দশম
শ্রেণি (ভোকেশনাল) শাখা পর্যন্ত । এই ভবনটি ২০১৯ সাল থেকে নির্মাণ কাজ
শুরু হয়ে ২০২৪ সালে সম্পন্ন হয়। ভবনটি পরিপূর্ণভাবে নির্মান কাজ
সম্পন্ন করেন শিক্ষা প্রকোশলী অধীদপ্তরের মাধ্যমে।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোঃ শামিম রেজা, মোঃ
রায়হান উদ্দিন, শিবলী নোমানী, মোঃ মাছুদ রানা, মোছাঃ সাবিনা
ইয়াসমিন, মোছাঃ শাহানোয়াজ বেগম, লাকী রানী, নিরঞ্জন সরকার, মোঃ
জহুরুল ইসলাম সৈকত (ট্রেড ইন্সট্রাক্টর), মোঃ আতিকুর রহমান (সহ-শিক্ষক),
মোঃ মাহফুজুল ইসলাম (অফিস সহকারি), মোঃ মাহবুবুর রহমান (বিজ্ঞান
ল্যাব), মোঃ উজ্জল হোসেন (শপ এসিস্টেন্ট), মোছাঃ খালেদা বেগম (আয়া),
রুবেল হোসেন (সিকিউরিটি র্গাড) মোঃ মেহেদী হাসান (নৈশ প্রহরী)
অন্যান্য শিক্ষক সহ-প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীরা আনন্দো উদ্দিপনার মাধ্যমে নতুন ভবনের
প্রথম দিন আনন্দো উৎসব এর সম্পূণ করে।