জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় ভবিষ্যতে ছাত্র-ছাত্রীরা গর্ববোধ করবে -ভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় ভবিষ্যতে ছাত্র-ছাত্রীরা গর্ববোধ করবে -ভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়, ২২ অক্টোবর, ২০২৫: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ-বিদেশে মানসম্পন্ন চাকরি পাওয়া অথবা উদ্যোক্তা হওয়ার মত দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সিলেবাস আন্তর্জাতিকমানের করা, স্নাতক সম্মানে আইসিটি কোর্স ও ইংরেজি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় প্রণোদনা প্রদান এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান। এসব উদ্যোগ বাস্তবায়নে দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

 

বুধবার (২২ অক্টোবর, ২০২৫) রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

 

আগামী জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজট থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করে প্রফেসর আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের গত ৩৩ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মত পরীক্ষার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে।

 

তিনি বলেন, অর্থের অভাবে কোন শিক্ষার্থী যাতে পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বৃত্তির পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করেছে।

 

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও গবেষণা কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

 

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্ববোধ করবে।

 

দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আইডিয়াল কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় চায় আইডিয়াল কলেজ তার নামের মতই আদর্শ ও অনূকরণীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক।

 

আইডিয়াল কলেজের ছাত্র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ খালেদ সাইফুল্লাহর নামে বৃত্তি চালু অথবা কলেজের ভবন কিংবা লাইব্রেরির নামকরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

 

আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন।

 

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন আইডিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা।