পেশাজীবি ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫
পেশাজীবি ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয়

পদোন্নতি সহ দাবি আদায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পেশাজীবি ফোরামের উদ্যোগে আজ রবিবার ১৪তলা ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।  
ফোরামের অন্যতম সংগঠক,সেকশন অফিসার  মোহাম্মদ  নাছির আহম্মদ এর সঞ্চালনায় প্রধান সমন্বয়কের  বক্তব্য রাখেন  মো: মিয়াজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাক আহমেদ, সহযোগী অধ্যাপক  ড.মো: ইয়াহিয়া  মান্নান, ড. মো: সৈয়দ আফজাল,  মো: আব্দুল করিম, মন্জুর এলাহী,আতাউর রহমান চঞ্চল, সাইফুল ইসলাম, রোমেল দেওয়ান, আতাউর রহমান, আফজাল হোসেন, মো: আসাদ,মো: আবদুল বাতেন,শাহ আলম প্রমুখ।  
বক্তারা পূর্নবহালকৃত কর্মকর্তা ও কর্মচারীদের দ্বিতীয় পদোন্নতি প্রদান, চাকুরী রক্ষা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মরহুম আবু হানিফ খন্দকারের সহধর্মিণীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরী প্রদান, পদোন্নতি, পদায়ন এবং বদলীর ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালা অনুসরণ করা, ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী বা মব সৃষ্টির বিরুদ্ধে কঠোর  অবস্থান ঘোষণা করেন। ফোরামের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে  দলমতের উর্ধ্বে উঠে  সর্বাত্মক ভাবে সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়।