চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগ ও এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট এর যৌথ উদ্যোগে “Way Forward with Solid Waste Management Initiatives at CUET" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর (বুধবার) ২০২৫ খ্রি. বেলা ০১.০০ ঘটিকায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রধান অধ্যাপক ড. মো. আরাফাত রহমান, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী, নিরাপত্তা উপদেষ্টা ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আশুতোষ সাহা, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, মেডিক্যাল সেন্টারের সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. মোঃ সাইফুল ইসলাম, নিরাপত্তা শাখার উপ-পরিচালক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খান, কর্মকর্তা সমিতি এর সভাপতি ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব মোঃ মকবুল হোসেন, কর্মচারী সমিতি এর সভাপতি ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব মো: জামাল উদ্দিন ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব প্রিয়তোষ চক্রবর্ত্তী।
উল্লেখ্য, সভায় এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট এর পক্ষ থেকে অধ্যাপক ড. ফারজানা রহমান জুথী চুয়েট ক্যাম্পাসে উৎপন্ন বর্জ্যের পরিমাণ ও শ্রেণিবিন্যাস সংক্রান্ত গবেষণার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সভায় ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার পাইলট পরিচালনা, বর্জ্যের প্রবাহ, প্রয়োজনীয় বিনের সংখ্যা ও অবস্থান নির্ধারণসহ বর্জ্য বিশ্লেষণ ও বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভবিষ্যতে এ কার্যক্রমকে পূর্ণমাত্রায় বাস্তবায়ন করে চুয়েটকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়।