মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিয়ের প্রলোভন
দেখিয়ে (সাবেক স্ত্রী) এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে
দায়ের হওয়া মামলায় আসামি মোঃ সুমনকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৩ অক্টোবর) নাটোর জেলার সদর থানাধীন ফুলবাগান সড়ক
এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্র্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামের মোঃ এমদাদুলের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, প্রায় ছয় বছর আগে ভুক্তভোগী তরুণীর সঙ্গে সুমনের
পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায়
দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে চলে গেলেও
সাবেক স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখত।
প্রায় এক মাস আগে সুমন দেশে ফিরে এসে ওই তরুণীকে পুনরায় বিয়ের
আশ্বাস দিয়ে। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট থানার
আরজি সাদিপুর (হঠাৎ পাড়া) এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে
নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারঘাট থানায় মোঃ সুমন আলীকে
আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ ও
অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিযানে নামে র্যাব-৫।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নাটোর থেকে সুমনকে
গ্রেফতার করে র্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী এবং সিপিসি-২,
নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
জিজ্ঞাসাবাদে শেষে মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।