ঢাকায় শিক্ষকদেন উপর হামলার প্রতিবাদে জলঢাকায় শিক্ষকদের কর্মবিরতি সহ  মিছিল সমাবেশ 

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকায় শিক্ষকদেন উপর হামলার প্রতিবাদে জলঢাকায় শিক্ষকদের কর্মবিরতি সহ  মিছিল সমাবেশ 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী প্রতিনিধি

 

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশ কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি সহ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।  

১৩ অক্টোবর সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায়  সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমুহে কর্মবিরতি  সহ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষকরা অনির্বাণ স্কুল থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে আয়োজিত উপজেলা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সমাবেশে  উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, সহকারী শিক্ষক সমিতির মোস্তাফিজার রহমান,মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, শিক্ষক  জিকরুল হক, প্রমুখ।

সভায় বক্তারা বলেন 

 এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার দাবী জানান  এবং শিক্ষকদের উপর হামলাকারীদের বিচার দাবী করেন। এতে করে শুরু হওয়া

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।