মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকা
এলাকা থেকে হাফ ডজন মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারী মোঃ
রাসেল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় পবা থানাধীন বাগধানী
এলাকার তার নিজ বসতবাড়িথেকেগ্রেফতার করা হয়। এ সময় ৮৪ গ্রাম
হেরোইন ও মাদক বিক্রির নগদ ৪৮,৮০০/- টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে র্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ
তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর
একটি আভিযানিক দল জানতে পারে , পবা থানাধীন বাগধানী এলাকায়
রাসেল তার নিজ বসতবাড়িতে হেরোইন মজুদ রেখে ব্যবসা চালিয়ে
যাচ্ছে। এমন তথ্যের তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮৪ গ্রাম
হেরোইন ও মাদক বিক্রির নগদ ৪৮,৮০০/- টাকা-সহ তাকে গ্রেফতার করা
হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার রাসেল একজন কুখ্যাত মাদক কারবারী। সে
সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ অন্যান্য
মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও
পাইকারীভাবে মাদক কারবারী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে
আসছিল। এর আগেও সে একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর
হাতে আটক হয়েছে। এছাড়াও সে নিজ এলাকায় একজন কুখ্যাত
সন্ত্রাসী হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলাসহ মোট
৬টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা
থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।