শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন -ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন -ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৬, ২০২৫: বর্তমান শিক্ষা ব্যবস্থা ও জাতীয় বাজেটে শিক্ষাখাতে যে বরাদ্দ দেয়া হয়, তা দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। ফলে দেশেরও উন্নয়ন সম্ভব নয়। তাই সবার আগে শিক্ষাখাতে জিডিপির অন্তত পাঁচ শতাংশ বরাদ্দ করা প্রয়োজন। যা এখন আছে জিডিপির এক দশমিক সাত এক শতাংশ। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জনকারী দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে গেছে শুধুমাত্র শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে, শিক্ষাখাতে বিনিয়োগ করে।

 

সোমবার রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষাডটকমের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে এডুকেশন রিফরম ইনিশিয়েটিভ-ইআরআই আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্র শিক্ষাখাতকে গুরুত্ব না দেয়ায় দেশে শিক্ষকদের মর্যাদাও কম। এ অবস্থার পরিবর্তন করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এরইমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নতুন পরিচালনা পর্ষদে শিক্ষকদের গুরুত্ব দেয়া হয়েছে। একইসাথে শিক্ষকদের প্রশিক্ষণকে গুরুত্ব দেয়া হচ্ছে।

 

প্রফেসর আমানুল্লাহ বলেন, কলেজগুলোতে গবেষণাগার প্রতিষ্ঠা ও শিক্ষকদের গবেষণা কাজে আগ্রহী করতে প্রণোদনা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগিরই শিক্ষকদের কাছে গবেষণার আগ্রহপত্র চাওয়া হবে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে স্নাতক, স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর শ্রেণির সিলেবাস সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং স্নাতক-সম্মানে আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দ্রুত শিক্ষা কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

এডুকেশন রিফরম ইনিশিয়েটিভ-ইআরআই এর চেয়ারম্যান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. সদরুদ্দিন আহমদ, অধ্যক্ষ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাজহারুল হান্নান এবং শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামশেদ আলম।

 

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করছে এডুকেশন রিফরম ইনিশিয়েটিভ-ইআরআই। শিক্ষাখাতের মূল স্টেকহোল্ডার শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে তৈরি সুপারিশমালা ভবিষ্যত সরকারের কাছে তুলে ধরা হবে। তবে বিএনপি সরকার গঠন করলে এগুলো বাস্তবায়ন দ্রুত হবে।

 

দেশের বিভিন্ন স্থানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ শিক্ষকরা সেমিনারে অংশ নেন। তারা শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য ও অব্যবস্থার কথা তুলে ধরে তা দূর করতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।