মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরে যৌথ অভিযান, ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫
মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরে যৌথ অভিযান, ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ


নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে লক্ষ্মীপুরে যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।  

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিসিজি স্টেশন লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিসি লক্ষ্মীপুরের এম বদরুল ইসলাম (ইএ-৪)।  

অভিযানে আরও উপস্থিত ছিলেন - লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং নৌ পুলিশ অফিসার্স ইনচার্জ আজিজুল হক।  

জব্দ করা কারেন্ট জালের দৈর্ঘ্য প্রায় ৪,০০,০০০ মিটার, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।