চুয়েটে কিউএসি এর ১০ম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫
চুয়েটে কিউএসি এর ১০ম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কোয়ালিটি এস্যুরেন্স কমিটি (কিউএসি)-এর ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) ২০২৫ খ্রি: দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট আইকিউএসি কর্তৃক আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। সভায় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) এর অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও কিউএসি এর সদস্য সচিব অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী ও কম্পট্রোলার জনাব মোঃ শফিকুল ইসলাম।