সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতারক চক্র, ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধ চক্র দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ডাকাতি মামলার এজাহারনামীয় একজন পলাতক আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত ০৬/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের তুলসিখালী ব্রিজ এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত সাদা রংয়ের একটি মাইক্রোবাস ব্যবহার করে নবকলি পরিবহন এর একটি যাত্রীবাহী বাস থামায়। দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তারা যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে ডাকাতি শেষে রামেরকান্দা এলাকার দিকে পালিয়ে যায়। উক্ত সংবাদ কেরাণীগঞ্জ মডেল থানার টহল টিম প্রাপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে পথিমধ্যে চেকপোস্ট স্থাপন করে ডাকাতি করার উদ্দেশ্যে ব্যবহৃত মাইক্রোবাসটি থামিয়ে ০৫ জন ডাকাতকে ডাকাতির সরঞ্জামাদিসহ গ্রেফতার করে এবং মাইক্রোবাসটির চালকসহ অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত কৌশলে পালিয়ে যায়। এসময় উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ০২টি ওয়াকিটকি সেট, ০১টি ইলেকট্রিক শক মেশিন, ০১টি “পুলিশ” লেখা অটো স্টিল ব্যাটন লাঠি, ০২টি “র্যাব” লেখা জ্যাকেট ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস। এই ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয় (মামলা নং- ১১, তারিখ- ০৭/০৫/২০২৫, ধারা- ১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
অদ্য ১৭/০৯/২০২৫ তারিখ দুপুর আনুমান ১৪:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি আবুল কালাম ওরফে লোকমান (৪৭), পিতা- মৃত ইউনুস মাতাব্বর, সাং- গোবিন্দপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।