লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২০ আগস্ট, ২০২৫
লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

অদ্য ২০.০৮.২০২৫খ্রি. তারিখে জেলা প্রশাসন, লালমনিরহাট এবং বিএসটিআই বিভাগীয়
কার্যালয়, রংপুর এর সমন্বয়ে লালমনিরহাটের সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা
হয়।
উক্ত মোবাইল কোর্টে- ১) মেসার্স হটফুডল্যান্ড বেকারী, বিডিআর হাট, সদর, লালমনিরহাট
প্রতিষ্ঠানকে বিস্কুট পণ্যের লেবেলে নিট ওজন উল্লেখ না করায় ্য়ঁড়ঃ;ওজন ও পরিমাপ মানদণ্ড
আইন,২০১৮্য়ঁড়ঃ; এর ২৪(২)/৪১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ২)
মেসার্স প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডার, গোশালা রোড, পৌরমার্কেট, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে
ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও
বিপণনের অপরাধে ্য়ঁড়ঃ;ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮্য়ঁড়ঃ; এর ২৪(১)/৪১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার)
টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ৩) মেসার্স পদ্মকলি সুইটস, আইনজীবী সমিতি মার্কেট,
বিডিআর রোড, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই
মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে ্য়ঁড়ঃ;ওজন ও পরিমাপ মানদণ্ড
আইন,২০১৮্য়ঁড়ঃ; এর ২৪(১)/৪১ ধারায় ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি মোঃ মোস্তাক আহমেদ কপোত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা
প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব
পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ তাওহিদ
আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।