বিএসটিআই’র অভিযান: লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৯ মে, ২০২১
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:- অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং গুণগতমান সনদ/ছাড়পত্র না থাকায় লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (১৮ মে) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ও রাশিদা আক্তারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত লাজ ফার্মার রাজধানীর কলাবাগান শাখাকে এ জরিমানা করে।
বিএসটিআই সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একনিঅনোমিকস ব্র্যান্ডের ৩৬০ ডিগ্রি বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবি পাউডার, বিস্কুট, চিপস ইত্যাদি পণ্যের গুণগতমান সনদ/ছাড়পত্র না থাকায় লাজ ফার্মাকে এ জরিমানা করে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. মাজহারুল ইসলাম ও ফিল্ড অফিসার (সিএম) রাশেদ আল মামুন।