জয়পুরহাটে চাঁদাবাজি ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ জুলাই, ২০২৫
জয়পুরহাটে চাঁদাবাজি ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল

 

 

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১২ জুলাই ২০২৫ ইং

 

 চাঁদাবাজীর ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে রোমহর্ষক ও নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করা হয়েছে।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রায় রাত ১১ টার দিকে জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে  মশাল মিছিল বের করে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ করেন।

 

উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজিদ,দ্যা রেড জুলাইয়ের আহবায়ক নিয়ামুর রহমান নিবিড়,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক ফাহিম ফয়সাল রাফি, যুগ্ম সদস্য সচিব,মুকিদুর রহমান শাফি-সহ অন্যান্য ছাত্ররা।  

 

এসময় একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা সারাদেশে নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান ছাত্র নেতারা।