চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ জুলাই, ২০২৫
চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন

 


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (ইউআরপি) উদ্যোগে "বিদায় ও বরণ" অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৫ খ্রি: আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব দেবাশীষ রায় রাজা।

উল্লেখ্য, ইউআরপি বিভাগের উদ্যোগে আয়োজিত "বিদায় ও বরণ" অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয় এবং নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সাথে, ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে ২০২৪ এর বিআইপি ডিবেট কম্পিটিশন ২০২৪ এর চ্যাম্পিয়ন, এমআইএসটি এনভায়রনমেন্ট ফেস্ট ২০২৫ এর জিআইএস কেস কম্পিটিশন এর চ্যাম্পিয়ন, চুয়েটে ইন্ট্রাবিজ ১.০ এর চ্যাম্পিয়ন এবং রুয়েটের ক্র্যাকজেক ২.০ এর অ্যা ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন এর ২য় রানার আপ হওয়া শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।