চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সহযোগিতায় আগামী ১৭-১৮ জুলাই, ২০২৫ খ্রি-এ “MIE Industrial Tech Carnival 2025” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ২৩ জুন (সোমবার) ২০২৫ খ্রি. সকাল ১০.৪০ ঘটিকায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, জনাব মনোয়ার ওয়াদুদ হৃদয় ও এমআইই বিভাগের প্রভাষক জনাব ইমরান হোসেন। সাউদার্ন আইওটি লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউদার্ন আইওটি লিমিটেড এর সিটিও এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রধান জনাব মো: আরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয় উক্ত অনুষ্ঠানে অর্ন্তভুক্ত থাকছে National Competition on Industrial Techathon, Industry 4.0 for Garments শীষর্ক সেমিনার ও এমআইই বিভাগের শিক্ষার্থীদের Job Placement Opportunities।
আগামী ১৭ জুলাই ২০২৫ খ্রি. অনুষ্ঠিতব্য Industry 4.0 for Garments শীষর্ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সিইও জনাব রাকিব চৌধুরী। সেমিনারের কী-নোট স্পিকার হিসেবে থাকবেন সাউদার্ন আইওটি লিমিটেড এর সিটিও এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রধান জনাব মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এতে স্পন্সর হিসেবে থাকবে সাউদার্ন আইওটি লিমিটেড।