মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আল আমিন জয় (২৬), মো: আনারুল হক (৪৫), মো: আতিকুর রহমান (২৬), মো: মজিবর রহমান (৬০), মো: রবিউল ইসলাম রবিন (২৯), মো: আলমগীর হোসেন (৩৫), মো: রাকিব হোসেন (৩০), মো: সজিব (২২),মো: সাব্বির হোসেন আলিফ (২৩), মো: এনামুল (৩৯), মো: তানজিদ ইসলাম সোহান (২৩), মো: শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), মো: তাসনিমুল নাঈম (২৭)।
আল আমিন রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুরের মো: মোস্তাক আহম্মেদের ছেলে, তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া, আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো: আকতার হোসেনের ছেলে, মজিবর রহমান বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, রবিউল শাহমখদুম থানার ভারালীপাড়ার মো: ইসমাইল হোসেনের ছেলে, আলমগীর পবা থানার মদনহাটি গ্রামের মো: আজহার আলীর ছেলে, রাকিব কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো: আ: গফুর আলীর ছেলে, সজিব বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, সাব্বির একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, এনামুল কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে, মো: শহীদুল ইসলাম শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
।